হৈচৈ কাব্যে মুহাম্মদ সোহরাব উদ্দীন

প্রিয় কদম ফুল
সবার প্রিয় কদম ফুল
বলের মতো দেখতে গোল।
হলুদের মাঝে সাদা সিট
তারার মতো মিটমিট।
কদম গাছ বারে বেশি
ফুল ও পাতায় নয়ন কাড়ে।
ফুল ফুটে পাতার ফাঁকে
পরিবেশ তার সুন্দর রাখে।
কাজে লাগে গাছের পাতা
উপসম হয় শরীরের ব্যথা।
পাতার রস করলে সেবন
গুড়া কৃমির হয় যে পতন।