দরজা খুলে স্বামীকে একগাদা ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সরিফা অবাক হল।
– এসব কী! কো’থেকে আসছো তুমি?
আরিফ দরজা ডিঙিয়ে ভিতরে ঢুকে ব্যাগগুলো ঘরের এক কোণে রেখে দিয়ে বলল, মা এসেছেন। নীচে গাড়িতে আছে, এগিয়ে নিয়ে এসো যাও।
– মা এসেছে মানে! কে তোমাকে এ সময় আপদ বয়ে আনতে বলেছে?
– তিনি আসতে চাইলেন, আমি না বলতে পারলাম না?
– আমি কিন্তু কিচ্ছু করতে পারব না বলে রাখলাম।
– তাহলে ফেরত পাঠিয়ে দিই।
– সেই ভালো। বয়স্ক মানুষ। করোনা কালে কি হয় না হয় সব ঝামেলা আমাদের টানতে হবে।
– ঠিক আছে। তুমি যখন দায়িত্ব নিতে চাইছো না….। দাও দেখি তোমার দাদার ফোন নম্বরটা।
– দাদার ফোন নম্বর! কেন?
– তোমার মাকে নিতে তো আর আমার দাদাকে ডাকতে পারি না।
– তুমি না একটা…! আগে বলবে তো আমার মা এসেছে।
সরিফা ঘর থেকে ছিটকে বেরিয়ে দ্রুত সিড়ির দিকে ছুটে গেলো।