নাথিং সাকসীডস লাইক সাকসেস। সাফল্যের চাইতে বড় সফলতা আর হয় না। এই কথাটা বলেছিলেন আলেকজান্দ্রে দুমা। ফরাসি লেখক। আমি ইংরেজি ভাষায় তাঁর কয়েকটি লেখা পড়েছি। আমার ছোটবেলায় আমার মতন সকলেই সেই বইগুলি পড়েছিল। দি থ্রি মাসকেটীয়ারস (১৮৪৪), দি কাউন্ট অফ মন্টিক্রিস্টো ( ১৮৪৪ – ১৮৪৬), দি কর্সিকান ব্রাদার্স ( ১৮৪৪), দি ব্ল্যাক টিউলিপ (১৮৫০), এগুলি দুমার দারুণ জনপ্রিয় কয়েকটি বই। ফরাসি যে সব লেখক দুনিয়াজোড়া পাঠক পেয়েছেন দুমা তার একেবারে প্রথম সারিতে। তিনি অবশ্য এক জায়গায় টিঁকতে পারেননি সবসময়। ফ্রান্স থেকে বেলজিয়াম, সেখানে কয়েকটি বৎসর থেকে চলে যাওয়া রাশিয়ায়। তারপরে কিছুদিন ইটালিতে থেকে আবার ফ্রান্সে ফিরে আসা। জীবনকে গভীর করে এবং নানা রকম করে দেখেছিলেন দুমা। নিজে ভালবেসে ছিলেন অজস্র মহিলাকে। তা দুমার ঘনিষ্ঠ বান্ধবীর সংখ্যা তো চল্লিশ হবেই। তাঁদের কারো কারো গর্ভে সন্তানের জন্মও দিয়েছেন তিনি। জীবনকে উপলব্ধি করে দুমা বলেছিলেন, বিশুদ্ধ প্রেম আর সন্দেহ কখনোই একসাথে থাকতে পারে না: দরোজা দিয়ে যেই সন্দেহ ঢোকে অমনি বিশুদ্ধ প্রেম সেই একই দরজা দিয়ে পালায়। আরো বলেছিলেন, মানবের অর্জিত সমস্ত জ্ঞানকে ছোট্ট করে দুই শব্দে ব্যক্ত করা যায় : ওয়েট অ্যাণ্ড হোপ। আশায় বাঁচো। আজ আলেকজান্দ্রে দুমার জন্মদিন। ১৮০২ সালে আজকের দিনে , চব্বিশ জুলাই তারিখে জন্মেছিলেন। দুশো ঊনিশ বছর হল। আর প্রয়াণ ১৮৭০ সালে, ডিসেম্বর মাসের পাঁচ তারিখে।