ক্যাফে ধারাবাহিকে মৃদুল শ্রীমানী (পর্ব – ৬)

৫| তেজস্ক্রিয়তার গল্প

ক্রুকস টিউব থেকে ওই যে এক্স রশ্মি বের করলেন উইলহেলম রন্টজেন, আর তার মাংস পেশি ভেদ করে গিয়ে চিকিৎসা বিজ্ঞানে নবদিগন্তের সূচনা করা, এই জিনিসটা খুব ভাল লাগল হেনরি বেকারেল (১৫ ডিসেম্বর ১৮৫২ – ২৫ আগস্ট ১৯০৮) এর। বেকারেলরা ফ্রান্সের পারী শহরের অভিজাত পরিবার। তাঁকে নিয়ে তিন পুরুষের পদার্থবিজ্ঞান চর্চায় জড়িত একটি সম্মানিত বংশ। হেনরি বেকারেল ফসফোরেসেন্স নিয়ে গবেষণায় ব্রতী ছিলেন। তাঁর ডক্টরাল থিসিসের নাম ছিল আলোর সাধারণ পোলারাইজেশন তৎসহ ফসফোরেসেন্স এর ঘটনা এবং আলোর শোষণ।
যে বৎসরে রন্টজেন এর এক্স রশ্মি আবিষ্কার হল, তার পরে পরেই সেই আবিষ্কার নিয়ে ফ্রান্সের আকাদেমি অফ সায়েন্সেস এ আলোচনা হয়েছিল। বেকারেল সেই আলোচনা সভায় যোগদান করেছিলেন। এই সময় তিনি ইউরেনিয়ামের লবণযৌগের মধ‍্যে ফসফোরেসেন্স খুঁজছেন। বেকারেল ভাবলেন হয়তো ইউরেনিয়ামের লবণযৌগের মধ‍্য থেকে এক্স রশ্মির সমতুল্য কোনো রশ্মির সন্ধান পাওয়া যাবে, যা চিকিৎসা বিজ্ঞানে বিপুল অবদান রাখবে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।