|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় মহুয়া সমাদ্দার
by
·
Published
· Updated
বাংলা
বাংলা আমার বুকের ভেতর, বাংলা আমার মনে
বাংলা আমার জোয়ার ভাঁটায় , বাংলা শিহরণে ।
বাংলা আমার বুকের ওমে , বাংলা গোপন সুরে
বাংলা আমার নদীর ঢেউয়ে , যাচ্ছে ভেসে দূরে ।
বাংলা আমার গভীর ব্যথা , মন খারাপের গানে
বাংলা সবার ভালোবাসায় , সহজ সমাধানে ।
বাংলা আমার “দারুণ ভালো” , চোখে তখন জল
বাংলা আমার রাত বিরেতে , বন্ধু মনোবল ।
বাংলা আমার বরিঠাকুর , জীবনানন্দ , শরৎ
বাংলা আমার ভীষণ সুখেও বাঁধা ধরা গৎ ।
বাংলা আমার নিঃঝুম রাতে , অষ্টাদশী মুখ
বাংলা আমার চাঁদের ভাঁজে , নিপুণ মস্ত সুখ ।
বাংলা আমার আগেও যেমন , তেমনি আজও আছে
বাংলা আমার বুকের ক্ষতের , মলম আমার কাছে ।
আমার বাংলা শুধুই আমার , হঠায় সকল কালো
বাংলা মানে বাঙ্গাল ভাষা , আঁধারে দেয় আলো ।