কবিতায় মধুমিতা বসু সরকার

চিঠি
বহুদিন যাবৎ তোমাকে চিঠি লিখি না,
বুকের ভেতর জমিয়ে রেখেছি তাই অজস্র ঠিকানা
ঠিকানাগুলি মাঝে মাঝে নদী হয়ে যায়।
চিঠি লেখা ইদানীং খুব একটা জরুরী নয়।
ঠিকানা জমানো নদী পাড় জুড়ে বালিচর,
বালির ওপরে পড়ে অস্তাচলগামী রোদের বিচ্ছুরণ।
তোমার সাথে আমার শুধু বন্ধুত্বই ছিল,
প্রেম নয়…
থাকবেও আজীবন।।
আজকাল চিঠি লেখা হয় না আর,
কেমনভাবে যেন তোমায় পড়ে ফেলি,
বড় হওয়ার পর এমন দিন আসেনিতো আর
মনেই হয় না যাই আরো একবার এক্কা দোক্কা খেলি
ভরন্ত বিকেলে যদি ডাকহরকরা আসে,
আমি তোমার চিঠিই খুঁজব প্রথম
তুমি কি পাঠিয়েছ কোনও চিঠি?
নাকি ঠিকানা জমিয়েছ বুকে?
ঠিক আমার মতন?
চিঠি লেখা হয় না আর
ঠিকানা জমানো নদী পাড় ভাঙ্গে বারবার…