T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় মিসবাহ সিদ্দিকি

তোমার স্মৃতি
———— যেখানে যেথায় যেমনই থাকি,
তোমার স্মৃতি আমার অস্থিত্তে সঞ্জীবিত থাকে——
——— একথা কাউকে বলনা’ বল্যে লজ্জা পাবো,
এটা যে’ হৃদয়ের ব্যাপার’ হৃদয়ের নীল খামে মুড়ে রেখো—— ।
—— পথে প্রান্তে’ গাড়িতে বাড়িতে’ বন্ধুদের আড্ডায়’
রাতের একাকীত্বের মাঝে’ ভরা জ্যোৎস্নায়’ দোতলার বারান্দায়
তোমার স্মৃতি’ অস্তিত্ব হয়ে হৃদয়ের করিডোরে নীরবে দাড়ায়,
আমার আনুভুতিতে তাহা উপলব্দি করি ’ তবে কাউকে বুঝতে দেইনা ।
একথা কাউকে বলো না’ বল্যে হাসির পাত্র হয়ে যাবো-
এটা যে হৃদয়ের ব্যাপার’ হৃদয়ের নীল গগণে ঢেকে রেখো ।
তুমি কি জানো’ বলতে গেলে একটা পৃথিবী তোমার সাথে চলে,
অথচ বলতে পারিনা’ হৃদয়ের গহীনে লুকিয়ে একাকীত্ব বাড়ে
আমি যতোই যাযাবরের মতো থাকি’ দেশ থেকে দেশান্তরে
কদাচিৎ হৃদয়ের কোন আঙ্গিকে স্মৃতির ক্রুশে বিন্যাস তৈরি হয়
কোথাও কোথাও প্রতিটি ছবি খুব ঝাপসা হয়ে রয়,
নতুন পৃথিবীর নতুন রঙে আনন্দিত হই ক্ষণিকের ছলে,
সব পেয়েও একজনের হৃদয় মনে তোমার কথা বলে,
বলতে গেলে একটা পৃথিবী তোমার সাথে চলে,
কিন্তু এই হৃদয়ে লুকিয়ে একাকীত্ব বাড়ে
তোমার অনন্ত স্মৃতি আমার সাথেই থাকে
কোথাও যদি ভোল করে কোন পংতিমালা গেঁথে যায় হৃদয়ে
অকপটে সুতো ছিঁড়ে পুতিগুলি ছড়িয়ে পড়ে ।
কেউ কিছু পাওয়ার জন্য হৃদয়ে একটি নতুন জায়গা রাখে
কেউ চোখের পাতায় স্মৃতির প্রদীপ জ্বালিয়ে রাখে,
তব বলতে গেলে একটা পৃথিবী তোমার সাথেই চলে,
অথচ এই কথাগুলি হৃদয়ে লুকিয়ে রেখে একাকীত্ব বাড়ে,
তুমি এবং তোমার স্মৃতি আমার আত্মার সাথে জরিয়ে রাখে,
বলতে গেলে আমার সমস্থ পৃথিবী তোমার সাথে চলে ।