T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় মিসবাহ সিদ্দিকি

‘’ বন্ধু আমি কেমন আছি’’

বন্ধু—— ‘আমি কেমন আছি–‘তা তো যানিনা—

চলছি চলতে হবে তাই—-‘দাঁড়াবার যে উপায় নাই-।

বলছি যাহা ‘বলতে হবে- ‘না বললে যে উপোস মরতে হবে !

ভাবছি যাহা ভাবনার নয়-সংসারের কামনার নয়-

তব ভাবতে হয়-আগামীকাল বাঁচার যে চিন্তা হয় ।

 

বন্ধু–‘ আমি কেমন আছি তা তো জানিনা –

হাসছি’ ‘হাসতে হবে তাই — এই হাসিতে ‘প্রাণের যে ছুঁয়া নাই–

‘মনের ভিতর সব জ্বলে পুড়ে ছাই-।

বলার যাহা-তাহা বলছিনা- ‘যে পথে চলার কথা’

‘সে পথে চলছিনা-ভাবনার দোয়াড় খুলছিনা-

আত্মকেন্দ্রিক হয়ে গেছি তাই ‘কিছুই দেখছিনা-

দেখে ও ‘না দেখার ভান করে দেখিনা -।

 

বন্ধু—‘আমি কেমন আছি ‘তা তো জানিনা–

এখন আর মানবতার কথা বলি না–

ন্যায়-অন্যায় অত্যাচার অনাচার আর দেখিনা—

‘কারো আর্তনাদ শুনি না ।

 

বন্ধু সেই দিন আর নেই–সদলবলে যুক্তি দিয়ে তর্ককরা-

—–শোষণ বিরোধী বিপ্লবী নকশালী গল্প করা-বিপ্লবী গান শোনা,

চে’ গুয়েভারা’ চারু মজুমদার -শিরাজ সিকদারের বিপ্লবী গল্প বলা-

– —-সুভাস বসু ‘ মুজিবীয় পরাধীনতার শোষণ বিরোধী ভাষণ শোনা-

নতুন দিগন্তের স্বপ্ন দেখা-পথ শিশুদের কথা বলা-

——-নির্যাতিত মানুষের কথা চিন্তা করা-অন্যায় অত্যাচারের প্রতিবাদ করা,

‘সেই আমিতে ‘আমি আর নেই—।

 

বন্ধু এখন আর সেদিন নেই, আমি তে আমি নেই–

হুকুমে হাকিম চলে-‘প্রহরীর হাতে হই প্রহর-‘ভয়ে ভয়ে পথ চলি-

নিশিতে নিরবে একাকীত্বের সাথে কথা বলি—।

 

নিজের জন্য নিজে বাঁচি -একা একা পথ চলি – নিজেকে নিয়েই নিজে থাকি ।

এখন আর খবরের কাগজ’বিপ্লবী উপন্যাস পড়িনা- বিপ্লবী গল্প শুনীনা-

নতুন দিগন্তের স্বপ্ন দেখিনা,

একা একা পথ চলি’ বিবেকের সাথে তর্ক করি’ যুক্তি দিয়ে কাপুরুষত্বকে ঢাকি ,

মনের বেদনা মনের ভীতর চেপে রাখি -মানুষকে এড়িয়ে চলি ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।