কবিতায় বলরুমে মনামী সরকার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
নাস্তিক
আমি নাস্তিক নই
অস্তিতে অস্তিতে জমে আছে
জন্মান্তরের সংস্কার।
আমি ঈশ্বরকে কখনো দেখিনি
দেখেছি অনাহারে পড়ে থাকা
ফুটপাতের শিশুকে।
শিলায় দুধ,ঘৃত, অন্নভোগ
নিবেদন করতে গেলে
সার বেঁধে চোখের সামনে
চলে আসে কতগুলো মলিন মুখ।
নতজানু হয়ে আমি
তোমার আরাধনা করতে পারিনা
মাথা উঁচু করে আমি
প্রতিবাদী মিছিলে হাঁটতে ভালোবাসি।
তবুও বিপদে-আপদে
দুর্ভেদ্য প্রাচীরের ওপারে দাঁড়িয়ে
তোমাকেই স্মরণ করি।
তুমিতো অন্তর্যামী
মন্ত্রোচ্চারণ জানিনা আমি
মানুষের সেবায়
তোমার পূজা করি|
সত্যি বলছি আমি নাস্তিক নই।