ফ্রি ফ্রি ফ্রি…. হরেকমাল এখানে ফ্রি , আস্ত এক দানছত্র !
কন্যা লগ্নে জন্ম তোমার!
সেটাই কি যথেষ্ট নয়….
মোমের মতো অস্বস্তিটাকে
গলন্ত লাভার সমান্তরালে তিলে তিলে মাপতে ।
আশৈশব জন্মের শিকড় উপড়ে , এক হেচকা টানে দানের যূপকাষ্ঠে বলি প্রদান তোমার সামাজিক দায়।
সালঙ্কারা ললাটে সিঁন্দুর দাগের শৃঙ্গারে প্রস্তুত বলির তিলক ।রক্তক্ষরণে সিক্ত ছিন্নমূল অলক্ষ্যে…
উল্লাসের কাঁসর ঘন্টা বাজে আত্মজনের চোখে মুখে ।
কন্যা তুমি দত্তা….
এখানে দাতা আর গ্রহীতার দরকষাকষি ,তুমি নিমিত্তে পড়ে একা।