T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় ময়ূখ রঞ্জন ঘোষ

জরুরি ঘোষণা- থানায় যাওয়ার আগে কিছু তথ্য জেনে নিন 🚨🚨 |

প্রতিবাদ সভায় যাওয়ার জন্য, ফেসবুকে অভয়াকে নিয়ে লেখার জন্য লালবাজার থেকে অনেকে নোটিস পাচ্ছেন। অনেককে লালবাজারে তলব করা হচ্ছে। এমনকি চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী, সাংসদ সুখেন্দু শেখর রায়কেও ডাকা হয়েছে। অনেকেই হয়তো ভুল করেছেন। অনেকে হয়তো সত্যি হ্যারাস হচ্ছেন। কিন্তু মাথায় রাখুন সবার জন্য আইনি বর্ম রয়েছে। সেগুলো জেনে রাখুন।

কয়েকটা জিনিস জানিয়ে রাখি। থানা থেকে আগে 41A নোটিস পাঠিয়ে তলব করা হতো। এখন BNSS 35 (3) সেকশন অনুসারে নোটিস পাঠানো হয়। নোটিস পেলে তবেই যাবেন। হঠাৎ করে কোন পুলিশ ফোন করে থানায় আসতে বললে আবশ্যিক নয় থানায় আসা। নোটিস হাতে পেলে আইনমান্যকারী ভারতীয় নাগরিক হিসেবে অবশ্যই তদন্তে সহায়তা করতে আপনি যাবেন। কিন্তু আইনজীবী সঙ্গে নিয়ে। দ্বিতীয়ত আইনজীবীর উপস্থিতিতে আপনি যাবতীয় কথোপকথন করবেন। আরেকটা কথা, তদন্তের স্বার্থে আপনার মোবাইল, ল্যাপটপ বা যেকোন ইলেকট্রনিক জিনিস চাইতেই পারে। Law abiding citizen বা আইনমান্যকারী ভারতীয় নাগরিক হিসেবে আপনি সেগুলো দিতে বাধ্য কিন্তু থানা আপনাকে আরেকটি নোটিস দিলে। আগে সেটিকে CRPC 91A Notice বলতো। এখন Section 94 of Bhartiya Nagarik Suraksha Sanhita, 2023 (BNSS)। আপনার মোবাইল তাদের কাস্টডিতে সিজ করার আইনি চিঠি।

মহিলাদের ক্ষেত্রে মাথায় রাখুন, সূর্যাস্তের পরে আপনাকে তলব করতে পারে না। আপনার জিজ্ঞাসাবাদের সময় একজন অন্তত লেডি কনস্টেবল থাকতে হবে। আপনাকে মাঝরাতে এমনকি ফোন করেও তলব করতে পারে না স্রেফ ফেসবুক পোস্ট করার জন্য।

ইতিমধ্যে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, যারা সমস্যায় পড়েছেন, টেনশন করছেন, নার্ভাস হয়ে পড়েছেন থানার চিঠি পেয়ে, তারা ওনার সঙ্গে যোগাযোগ করুন। ওনার আইনজীবিরা নিজেরা মামলা লড়বেন। অবশ্যই ভুল করলে সেভাবেই জানানো হবে কিন্তু কাউকে ধমকানো চমকানো বা ভুল বোঝানো যেন না হয়। জেনে রাখুন ভারতীয় হিসেবে আপনার কিছু legal rights আছে। ওগুলো জেনে রাখুন।

পাশাপাশি একাধিক আইনজীবী, আইনজীবী সংগঠন, এনজিও এগিয়ে আসছেন ফ্রি লিগাল হেল্প দিতে। বিজেপি, বাম, কংগ্রেসের লিগাল সেলও বলেছে কেউ আইনজীবী না পেলে, তাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি প্রত্যেককে অনুরোধ করবো কমেন্ট বক্সে নিজের ইচ্ছেপ্রকাশ করতে বা ফেসবুকে নিজেরা আইনজীবী হিসেবে পোস্ট দিতে।

বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে মতপ্রকাশের জন্য ধমকানো, চমকানোর লিগাল রাইট কেউ দেয়নি। আর দ্বিতীয়ত পুলিশ বাঘ, ভালুক নয় যে থানায় গেলেই কামড় দেবে। আবার এটাও ঠিক থানা, দিদার বাড়িও নয় যে চোখ বন্ধ করে যা বলছে, যা খেতে দিচ্ছে, যা সই করতে বলছে করা যাবে। তাই জন্য সঙ্গে আইনজীবী থাকবে।

কাল বাইরে একাধিক মিডিয়াও থাকবে। কাল মানুষ থাকবে। বাংলা নজর রাখছে। ডন্ট worry! একা নও, আমরা সবাই সবার সঙ্গে আছি🙂।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।