কবিতায় মীনা রায় বন্দ্যোপাধ্যায়

হে প্রিয়া

অপরূপা চন্দ্রমুখী
ভালোবাসার ছোঁয়া,
মিষ্টি জ্যোৎস্না রূপটি তোমার
ঠোঁট যে কমলা কোয়া !
চন্দ্রহারটি দুলছে বুকে
মধুর সুরে ভাষা ,
ও মুখ দেখে ভালোবাসা
পেতে জাগে আশা।
প্রদীপ হাতে আলো দিয়ে
নিও বরণ করে ,
সারাজীবন সঙ্গী হবে
জীবন যাবে ভরে।
তোমায় দেখে ধন্য আঁখি
বুকে সুরের ধারা ,
কখনো হই মাতাল মনে
ভীষণ পাগল পাড়া !
হাত খানি দাও হাতে তুলে
থাকো হৃদয় জুড়ে ,
ছনক ছনক কাঁকন বাজে
মিলন গানের সুরে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।