মার্গে অনন্য সম্মান মীনা রায় বন্দ্যোপাধ্যায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭৪
বিষয় – বাঙালির ভ্যালেন্টাইন / স্কুল বনাম অনলাইন ক্লাস
স্কুল বনাম অনলাইন ক্লাস
শিশুর কাছে বিদ্যালয়ের অনেক গুরুত্ব ,
লেখা পড়া বন্ধু পাওয়া গল্প গানের রাজত্ব!
আচার বিচার ন্যায় নীতি সব স্কুলে শেখে,
সহবতে সহমতে সুন্দর করে বোর্ডে লেখে।
শৃঙ্খলাবোধ পরীক্ষা সব আয়ত্ত করে ,
শিশু জানে জ্ঞানের জন্যই বই সে পড়ে ; টিফিনটি ভাগ করে খেয়ে পাবে আনন্দ,
সমবেত পাঠ মুখস্থে পায় সে ছন্দ!
বিশ্ব জুড়ে মহামারী অতিমারি ভয়ঙ্করে,
স্কুল বন্ধে বন্দি হলো শিশুরা সব ঘরে ,
অনলাইনে পড়া শোনার নব প্রচলনে ,
গরিব শিশু পিছিয়ে পড়ে নয়া ভ্রষ্ট ক্ষণে।
স্মার্ট ফোনে গুগল মিটে চলছে পাঠে ,
ফোন নেই যার একলা ঘরে সময় কাটে !
অনেক শিশুই লাইন ধরতে সত্যি অক্ষম বটে,
বাড়ির লোকজনের যোগ দিতে কারও হিমসিম ঘটে ।
শিশুর পক্ষে বিশাল রকম ক্ষতি হলো ,
ভর্তি হলো নতুন পোশাক পরে “মা স্কুলে চলো , ”
এমন স্বাদে বঞ্চিত হয় আজকে যত শিশু,
এরাই হবে আমার তোমার ভবিষ্যতের যীশু।
দেশের ভাবি সুনাগরিক হবে কেমন করে ,
শিশু স্কুলেই নিজেকে যে নেয় সঠিক গড়ে।