ক্যাফে কাব্যে মৌ রায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আমার শহর
শহরে আজ নিঃশব্দের ভিড়
আমার শহর ভীষণ ক্লান্ত আজ
ভালোবাসার শহর পড়েছে
একাকীত্বের সাজ।
আমার শহরে জ্বলছে খিদের আগুন
শহরে লেগেছে ভীষণ মহামারী
হাজার হাজার মানুষ হারালো কাজ
ভাতের সাথে হয়েছে তাদের আরি।
আমার শহর ধর্ম বোঝে না
মানুষ গুলো চাইছে অক্সিজেন
আমার শহর বোঝে শুধু ভালোবাসা
চায়না কেউ কোনো লেনদেন।
আমার শহর চাইছে মানবিকতা
আমার শহর চায়না কোনো দান
সব মানুষ চায় যে শুধু তাদের
মানুষ হয়ে বাঁচার সন্মান।
আমার শহর সাজেনি অনেক দিন
আকাশ জুড়ে শুধুই অন্ধকার
শ্রাবণ এসে ধুয়ে দিক সব গ্লানি
শহর দেখুক নতুন সূর্য আবার।