ক্যাফে কাব্যে মধুমিতা রায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অঙ্গীকার….
আকাশ রোজ চিঠি লেখে মেঘের গায়,
যেদিন রোদ আসেনা,মেঘলা দুপুর,
সেদিন বারান্দার ইজিচেয়ারটা
মনকেমন নিয়ে বসে থাকে
বিকেল গড়ানো অবধি।
ঝুলন্ত টবে বাহারি পাতা দোল খায়
বাতাসে,
গোল বেতের টেবিলে
কালি শেষ হয়ে যাওয়া কলমটি
ডায়রির পাতায় পেজ মার্কিং করে রাখে।
আকাশ রোজ চিঠি লেখে মেঘের গায়,
জানলা খুললে যেদিন রোদ ঝলমল,
সেদিন বসন্তবৌরিটা বারান্দার পাশের
জারুল গাছটায় এসে বসে,
গ্রীল ঝাঁপিয়ে আসা একটুকরো রোদে
আহ্লাদী বিড়ালটা গুটিশুটি মেরে
শুয়ে থাকে সারাদিন।
আকাশ রোজই চিঠি লেখে মেঘের গায়,
ঝমঝমে বৃষ্টি যেদিন,
কার্নিশ বেয়ে টুপটুপ জল,
দুটো শালিক উঠোনে জমা জলে
পালক ফুলিয়ে স্নান করে
তারপর দুটো মিলে ঠোঁটে ঠোঁট লাগিয়ে
কি যে বলে!
আকাশকে রোজ চিঠি লিখতেই হয়।