ক্যাফে কাব্যে মধুমিতা রায়

অপেক্ষায় থাকাই যায়…
অপেক্ষায় থাকাই যায়
একটা বেশ ঝিরঝিরে বিকেল
তোমার নীল পাঞ্জাবী ছুঁয়ে উড়ছে আমার
সবুজ আঁচল
তখন হয়ত কৃষ্ণচূড়ার সময়
ফুল বিছিয়েছে পথে
দূর থেকে ভেসে আসছে একটা মিঠে সুর
হঠাৎ ধর হাওয়া দিল বেসামাল
টুপটাপ খসে পড়ল ফুল তোমার আমার চারদিকে
ঝুম ঝুম করে বৃষ্টি এল এক পশলা
হাত ধরে বললে… চলো ভিজি
কোনদিন হবে না নিশ্চিত জেনেও
অপেক্ষায় থাকাই যায়।