সাপ্তাহিক ধারাবাহিকে মধুমিতা রায় (পর্ব – ৯)

এই জীবন
… তোকে কি অরিত্র ভালোবাসে?
… মনে হয়েছিল বাসে।
… পাস্ট টেন্স!
… জানি না রে! হয়ত পাস্ট
… কোন দিন কি বলেছে তোকে ছেড়ে যাবে না?
… বলেছিল।বলেছিল এবার থেকে ওকে সামলাতে হবে আমায়।
… হুমমম,এটাও পাস্ট টেন্স।আচ্ছা এবার বর্তমান কাল অনুসারে একটা কথা বল দেখি,তোকে কি অরিত্র সম্মান করে?
গতকালের মেসেজগুলো চোখের সামনে ভেসে উঠলো মনিমালার।এত বিচ্ছিরিভাবে কথা বলেছে! যেন মনিমালাই অরিত্রর সাথে প্রেম করার জন্য ব্যস্ত!মনে পড়তেই নিজের ভিতরে গুটিয়ে গেল মনিমালা।মানুষ এমন হয়!
… না।আমাকে সম্মান করে না।
গলায় কি ছিল কে জানে! দীপা উল্টোদিকের চেয়ার থেকে উঠে এসে মনিমালাকে জড়িয়ে ধরল।
… মনি,এইসব ছেলেরা ভালোবাসা বোঝে না,অরিত্র কোনদিন তোকে ভালোবাসেনি। ভালোবাসলে সে সরে যেতে চাইলেও তোকে কখনও অসম্মান করত না।
… জানি।তবু আমি তো আমিই।জীবনে খুব কম মানুষকেই তেমন ভালোবেসেছি।একবার মনে জায়গা দিলে তাকে ভুলতে পারি না…
দীপা জানে মনিমালা সবার চেয়ে আলাদা। কলেজ ইউনিভার্সিটি অফিস কত বন্ধুই তো হল,ওর মত এমনভাবে ভালোবাসতে আঁকড়ে থাকতে কেউ জানেই না।
মনিমালার ফোনটা যখন এলো তখন দীপা সবে অফিসে ঢুকেছে।মনির গলা শুনেই বুঝেছিল কষ্টে আছে।তারপর কফিশপে দুজন মুখোমুখি।
… চল উঠি, মন ঠিক কর।করতেই হবে। কাল তোকে একজায়গায় নিয়ে যাবো।
… হুম চল।
ব্যাগ কাঁধে উঠে দাঁড়ালো মনিমালা।