কবিতায় পদ্মা-যমুনা তে মশিউর রহমান

প্রেম
প্রেমে কামনা আছে, মজে যায় দেহ
সেই কামনায় মিলন নয়তো বিরহ
বিরহের কষ্ট চোখে কোণে জমে ওঠে
কখনও যায় না তা বলা মুখ ফুটে।
চাঁদ আর পৃথিবীর প্রেমে কামনা আছে,
সেই কামনায় সাগর চায় ফুলেফেঁপে উঠতে
সূর্য ও পৃথিবীর প্রেমে কামনা আছে
সেই কামনাশ সকল সৃষ্টি হয় এ পৃথিবীতে
কামানায় উত্তাপ আছে,
কামনার উত্তাপ নীরবে সহ্য করতে হয়
কামনার উত্তাপ সহ্য করতে করতে—
তা থেকে আধ্যাত্বিকতার উদয়।