কবিতায় মধুপর্ণা বসু

বিগত নিম্নচাপ
নিম্নচাপ আর মেঘ বিদ্যুৎ, ঝমঝমিয়ে বৃষ্টি
পুজোর বাজার মাটি হলে বাধবে অনাসৃষ্টি,
কাদায় ল্যাপা জুতো চটি ‘ম্যাগো’ অফিস যাত্রা
অটো বাসে ভিড় পাতলা বসেরও নেই পাত্তা।
আলসে দুপুর ঝুপঝুপ মেঘ, অন্ধকারে ঘাপটি
কাজকম্ম শিকেয় তুলে চোখ ফেলেছে ঝাঁপটি।
গরম কফি ধোঁয়াটে শাম্ একা বিকেল ভাসছে
অপেক্ষারা ছাতার নীচে ওই বুঝি সে আসছে।
বাঁধ ভেঙেছে বানভাসি গ্রাম বন্যা পূর্বাভাসে
এমন হঠাৎ শারদ মেঘে বিপদ খবর আসে।
ভিজে মাটি জলের স্রোতে কাশফুলও হতাশ
মন খারাপে ঘোলাটে চাঁদ আগমনীর আকাশ।
খামখেয়ালি মেঘ বিরাজে অঝোর কেমন বৃষ্টি
আসছে শরৎ মাতৃরূপেনঃ বরাভয়ের দৃষ্টি।
সেসব থাকুক অবুঝ নাহয় অমল বনের খেদ
আগমনীর আশার আলোয় আসুক নিরুদ্বেগ।