কবিতায় মৌসুমী পাল

কবি ও কলম
কিছু মাছি আর বমি!
সভ্যতার পায়চারি দেহের উপর দিয়ে
কারো কারো নাক ঢাকা সৌখিন কাপড়ের ভাঁজে
শিশুটি ঘুমায় শুঁয়োপোকা সাথে
কাপড়ের আঢাকা ফালিতে ঝোলে শুকনো স্তন
লজ্জা নয়, মাংসের আরামটুকু এখনো মনে
হিংস্র দানব!
পাগলী জঠরে স্তূপীকৃত ভ্রুণের বারমাস্যা!
কলম!
কবি নই আমি! কখনও ছিলাম না!
অপাংক্তেয় মানুষগুলো আমার রক্ত
এ আমারই স্বদেশভূমি!
আজও ডাস্টবিন খুঁটে খায় আমার সন্তান!
রাস্তায় সস্তা হয় মায়ের সম্মান!
পিতৃত্বের দায় নেয় না পোশাকি পুরুষ!
কলম!
কবি নই আমি! কখনও ছিলাম না!
এ আমার মরে যাওয়া লজ্জা।
পাংক্তেয় মানুষ খুঁজে পাবো যেদিন
সেদিন আমায় কবি বোলো।।