কবিতায় বলরুমে মৈত্রেয়ী পাল

ভাবনা

চারপাশে ইঁটের দেয়াল,
হাতুড়ির আঘাতে জ্বলে ওঠে আগুন|

আগুন চিনে আমি ঘরে ফিরতে পারি না…
বুকে পিঠে মেঘ নিয়ে হেঁটে যায়
ফণীমনসার ত্রিকোণ ছায়ায়|
সামুদ্রিক ঝড় এসে আঙুল ছুঁয়ে গেলে
চোখের ঘরে বেজে ওঠে ব্যথা|
দেশলাই ঠুকে আমি উষ্ণতা চাইতে গিয়ে
ছেঁড়া আকাশে শীত তুলে রেখে
ভোরের শব্দে ভেঙে দিই কুয়াশার বিপর্যয়…
বরফের রোদে
হলুদ হয়ে ওঠে মাটি |
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।