T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় মুনমুন লায়েক
by
·
Published
· Updated
শুভ জন্মদিন
মুগ্ধ নয়ন জুড়ে তুমি কবি
তবুও কেন অত দূরে
পুরোনো-ময়লা ধরা জীবনে
আমার অভাবে-স্বভাবে তুমি
নতুন কিছু কথামালা
অপেক্ষায় শুভ জন্মদিনে
চুপিসারে এসে যায়
২৫-শে বৈশাখ হয়ে।।
আপনি আর আমি
(মুনমুন লায়েক)
আপনি―চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির
আমি―উচ্চ অহং ভরা, যতই থাকুক মাথা নিচু
আপনি―খেলেছেন রৌদ্র গায়ে ধূলো-মাটি দিয়ে
বাঁশপাতা-তালপাতার নৌকা সাজিয়ে
আমি―থাকি যন্ত্র মোড়া কৃত্রিম পৃথিবী মাঝে
আদুরে জীবনে বুদ্ধিজীবী পাখি হয়ে
আপনি―ভালোবেসেছেন কৃষ্ণকলি, স্বপ্নচারিনী
রাঙামাটি কোনো এক পল্লীবাসিনীকে
আমি―দারুণ হিসেবি,ভালোবাসি খুব মাপামাপি
আপনি―বলেন দেশপ্রেমী,মানুষ হও দেখি
আমি―তো বাঙালি বা মানুষ কিছুই হয় নি
আপনি―থাকেন বাঙালি বঙ্গবাসীর মনে
কি সুখে, কি দুঃখে প্রতিছায়া পদে
আমি―তবুও কবিগুরু আপনাকে আনি
‘২৫শে বৈশাখ’ জন্মদিন বলে….।।