সাপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে মৌসুমী নন্দী (যাপন চিত্র – ৪৮)

যাপন

ভালোবাসার গায়ে থাকে না কোন অভিহিত নাম ৷ সেই তফাৎটা বুঝতেই কেটে যায় কত আলোকবর্ষ I
প্রেম হল মেঘের মত ৷ উড়ে যায় কেবল ধোঁয়াশায় … এই যে কত লোক ভাবে ভালোবাসার অন্তিমতম মুহূর্ত প্রেম ৷এই তো সে দিন বন্ধুগাছকে দেখলাম প্রেম করতে ৷ ধীরে ধীরে ফুটল বান্ধবী ফুল ৷ রোদের গাঢ় পিপাসায় কেমন যেন জ্বলে পুড়ে খাক হয়ে গেল ৷

প্রেম জিনিসটা বসতবাড়ির মত বাস করে না কোন এক জায়গায় ৷ কালই একজনকে মৃত প্রেম নিয়ে ব্যাগে করে হাঁটতে দেখলাম ৷ ধুপ করে ফেলে দিল সে ডাস্টবিনে । অবাক হয়ে তাকিয়ে দেখলাম সাথে সাথে কতগুলো কুকুর মুখে করে নিয়ে যাচ্ছে তাকে I রাস্তায় কামড়াকামড়ি করাতে কয়েক ফোটা রক্ত বেরোল প্রেম থেকে …

আশ্রয় বড় প্রয়োজন ৷ ঘরের ভেতর এত এত ঘর বড় হচ্ছে যে নিঃশ্বাস ক্রমশ ছোট হয়ে যাচ্ছে ৷ নপুংসক ফিনিক্সের উড়ানে ভরে যায় গ্যালারী ৷ তবুও তো চলে যাপন নির্বিকিার ৷ নক্টারনাল নিশাচরের আজ বেশীরভাগই নেশাখোর স্ট্যাটাসর পাশের সবুজ আলোর ৷ছুঁয়ে থাকার অপ্রাণ বৃথা চেষ্টা ৷ তবুও

এগিয়ে চলছে কতগুলো নিঃশ্বাস শববাহী গাড়িতে ……

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।