কবিতায় বলরুমে মৌসুমী নন্দী

অপেক্ষা
ভালোবাসারা নিষ্ঠুর হয়
ইচ্ছের উড়ানে এখন ডোবানো বিকেল নেই
হাত ছেড়ে উড়ে গেছে পাখি
সূর্যের পোড়া ছাই আর মাটির ঘ্রাণে
ঝর্ণা খুঁজি তাই –
শিশিরে শিশিরে নীরব শীতলতা
প্রতিটি পাতার খাঁজে জমে আছে বিবর্ণ রঙ
শুঁয়োপোকার যাযাবর চলাচলে
এককালীন ঘুমের ভিতর বেঁ বেঁচে থাকা
নির্ঘুম রাত জানে আঁধার কত কালো
অনুতাপের খড়কুটো উজানে ভেসে যায়
নৌকা ডোবা জলে ৷
তবুও একবার বুকে নিও
থেমে গেলে অশনির সঙ্গীত
ততদিন চলুক বন্দীজীবন প্রান্তিক সুবাসে
নিঃশব্দে একাকী ৷৷