এলাটিন – বেলাটিন কবিতায় মৌসুমী নন্দী
by
·
Published
· Updated
শ্লোক
সূর্যশোক ধুয়ে তোলা থাক মুকবধির সন্ন্যাসে,
গলে যাওয়াদের সাথে মৃত্যু সমার্থক হোক তবু!!
সহজ প্রস্তুতিরা স্বাধীনতার সন্ধানে ব্যস্ত…
রক্তমাংসের প্রতিকৃতিতে মাটির চাদর পাতা।
ফাটলের গায়ে রক্তাভ ছাপ।
নিষ্ঠুর খাঁচা বদলের পারিশ্রমিকে দুহাতের মুঠোয়
বালির ঝরে পড়া বাকি….
মৃতনিয়নের আলোয় পথচলা যায়না..
থেকে যাওয়া নদীতট বিরামহীন মহাকাব্য লেখে।
ফসলহীন প্রান্তরে হাহাকার করে সদ্যোজাতের চিৎকারে।
নষ্টফুলের কটুগন্ধের অজুহাত দূরত্ব বাড়ায়…
আরো দূর, দূরতম হতে চায়।
চাঁদের উপচারে উঁই লাগে নৈবেদ্যে!
চন্দনের বনে আগুন লাগাতে গিয়ে ডানা পুড়ছে আদিমতম শ্লোকের,,,
শুধু নিঃশ্বাসের শব্দ জানান দিচ্ছে অস্তিত্ব……….