হৈচৈ কবিতায় মৌমিতা নন্দী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
রূপসী শরৎ

মনমাতানো রূপের সাজে আসবে শরৎরাণী
বর্ষাশেষের সাদা মেঘ শোনায় তারই বানী,
ফুলভরা ওই গাছগুলি সব দেখছে নয়ন জুড়ে
আকাশটাকে নীল চাদরে কে রেখেছে মুড়ে,
মেঘগুলি সব আকাশ জুড়ে খেলছে লুকোচুরি
আমারও মন উদাস হয়ে সঙ্গী হলো তারই
নদীর পাড়ে কাশের বাহার মন করেছে চুরি
গাছে গাছে দেখ দিলো শিউলি ফুলের কুঁড়ি,
ভোরের বেলার হিমেল হাওয়া যেই লেগেছে গায়ে
চলতে পথে ঘাসের শিশির লাগলো এসে পায়ে
চারিদিকে রোদ ঝিকমিক ফুটছে শতদল,
তারই মাঝে মনেতে আজ লাগলো দোলাচল
শরৎ মানেই ধরাধামে মায়ের আগমন
ঢাকের তালে উঠবে নেচে তোমার আমার মন
সকল ঋতুর মাঝে তুমি করছো সদাই রাজ
তোমার মাথায় উঠলো যে তাই ঋতুরাণীর তাজ