সাপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে মৌসুমী নন্দী (যাপন চিত্র – ৪৯)

প্যান্ডেমিক
সব রামধনুর অপর পিঠে আকাশ থাকে না ৷ নিকোটিক্সের চক্রান্তের মতো স্বপ্নের ভিতর গন্ধ হাতড়ে পৌঁছানোর চেষ্টা চেনা চেনা শ্যাম্পু থেকে ঘাম মিশ্রিত গন্ধে ৷ কত শত নিউরোন পেরিয়ে মেগালোম্যানিয়াক আঙুল রক্তক্ষরণের ইতিহাস মুছে হেঁটে যায় এক বুক থেকে আরো এক বুকে ….. অবচেতনায় যে সব ফ্লাশ ব্যাক ছোঁয়াছুঁয়ির খেলায় প্যান্ডেমিক পজেটিভের মত প্রবেশ করে ,তাদেরকে জমিয়ে রাখি অক্ষরযাপনে ৷ পাই ডিকম্পোজিশনের গন্ধ৷ ছুটে বেড়ায় এক শালুক থেকে আরেক শালুকে ৷ বুকের ভিতরে কেউটের বাস ৷মলাটের গোপন পাতা জুড়ে ইল্যুসন ৷ চেনা অচেনা সমস্ত মুখের ভীড়ে তোমার আদল ৷ প্যাডলকে হাত রেখে চাবি খুঁজে না পাওয়ার মতো ইক্যুয়েশন ৷ বিষ নিঃশ্বাস কোথাও আরেক চোরা কুঠুরি তৈরী করে ৷ প্যাস্টেল চিত্রের বাতিল ছবি গুলি মুড়ে রাখার চেষ্টা গোপনে গোপনে ৷ অবিরল ধারায় বৈরাগ্য অনায়াসে রূপ নেয় আজন্ম খরার ৷ কখনো কখনো বুকের ভিতরে কথার ঝড় ওঠে ৷ ভেঙে যায় আস্ত মন ৷ নিঃসঙ্গতায় মিশে থাকে এক শান্ত নিস্পৃহতা ৷ সময়ের বেড়া জাল ছিন্ন হয় মিশে থাকে এক অলৌকিক চুপকথা ৷ সাইলেন্সের বুদ বুদ ওঠে ৷ সম্পর্কের জটিলতায় এক অদ্ভুত মায়াময় আলোর সাঁকো টলমল করে ৷ ডেসটিনেশন সরে সরে যায় ৷ বুকের ভিতরের ক্লান্ত নদী সুগন্ধের খোঁজ করে ৷ মেঘপিওনের চিঠির চিঠির খোঁজ করে ৷প্রতিটি শহর এখন বিষন্নতার জলছবি ৷ ঠিক যেনো পাতা ঝরানো কালের ভালোবাসার বৃক্ষের মতো৷ যদি জীবন জুড়ে অনিবার্য বলিরেখা ওঠে তাকে আজ ভালোবাসো ৷হয়তো কোনোপথে একদিন ভালোবাসার প্রকৃত স্পর্শে মানুষ হয়ে উঠবে নরম গোধূলি ৷ পেনাডামিক থেকে বেড়াবে আর্চিসের সুগন্ধি চিঠি ৷ অপেক্ষায় সবাই ৷