মার্গে অনন্য সম্মান মৃগাঙ্ক মোহন জানা (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ১৩
বিষয় – প্রাক আগমনী
তারিখ: ২৬/০৯/২০২০
শারদীয়ার সাজে
শারদ হরষে হিমেল পরশে
. গায়ে শিহরণ লাগে,
সকালের ঘাসে মুক্তারা হাসে
. মনে শিহরণ জাগে।
আকাশের মনে উদাসী স্বপনে
. সাদা মেঘ ভেসে যায়।
মেঘের ভেলায় মন্দ দোলায়
. মন ভেসে যেতে চায়।
বরিষণ শেষে মেঘ যায় ভেসে
. সাদা শিমুল পাহাড়,
শারদ রোদের আলোতে ওদের
. কী অপরূপ বাহার।
আলোর বেণুতে ফুলের রেণুতে
. শরতের জলছবি
যে দিকে তাকাই আলো রোশনাই
. মন হয়ে যায় কবি।
শিউলির ঝরা দেহ ঢাকা ধরা
. সেজেছে পূজার সাজে
মাঠে কাশ ফুলে যায় ঢেউ তুলে
. বাতাসে সানাই বাজে।
শাপলা শালুক তড়াগ ঢাকুক
. ফোটা কোকনদ মেলা।
মধুকর আসে ফোটা ফুল পাশে
. গাছে পাখি করে খেলা।
রাঙা ডানা মেলে প্রজাপতি খেলে
. ফুলেরা দোলায় মাথা
হৃদয়ে বাজিছে প্রকৃতি সাজিছে
. শারদা’ আসন পাতা।
দিগবধূ সবে শারদোৎসবে
. বাজায় শঙ্খ ধ্বনি,
বাংলার ঘরে আনন্দ ভরে
. বেজে ওঠে আগমনী।
এসো এসো সবে কেহ নাহি রবে
. আপামর জনগণ,
শরৎ এনেছে পূজার অর্ঘ্য
. খুলে বাধা বন্ধন।