হৈচৈ কবিতায় মোঃ মনিরুল আলম
ভ্যাবাচ্যাকা
বাঁদর মুখো ইদুরছানা
কতই মজা করে
হাতির শুঁড় লাগিয়ে বাঘা
ফিরে নিজের ঘরে।
সিংহ মশাই মাথায় তার
লাগিয়ে মোষের শিং
কি করবে পায়না ভেবে
লাফায় তিড়িং বিড়িং।
হরিণ তার বাহারী শিং
নিতেই ভুলে যায়।
উটের কুঁজ মাথায় নিয়ে
এদিক ওদিক চায়।
ময়ূর তার পেখম খানি
জিরাফ কে দিল,
জিরাফ তার গলা খুলে
নাচতে লেগে গেল।
খরগোশ তার কান দুটিকে
ঘাসের নীচে লুকায়,
কেউ যদি কান দুটি তার
ছিঁড়ে নিয়ে পালায়।
সবার সাথে সবার যখন
হয়ে গেল দেখা,
একে ওকে দেখে তারা
হল ভ্যাবাচ্যাকা।