প্রবাসী ছন্দে মজনু মিয়া (বাংলাদেশ)

ভুলে যাওয়া
তুমি বেমালুম ভুলে গেছো,শরৎ এসেছে আজ
কোন এক শতাব্দীতে তুমি আমি হাত ধরে ঘুরেছি-
সাদা কাশফুল বনে আগুন লাগা মনে মাথায় দিয়ে তাজ।
জোছনা রাতে নীল আকাশের বুকে ভেসে যাওয়া,
টুকরো টুকরো মেঘ দেখেছি, সাঁতরিয়েছি জোছনার জলে;
মুক্ত আকাশ দেখে রাত কাটিয়েছি জুঁই ফুলের ঘ্রাণ আঁচলে।