প্রবাসী ছন্দে মজনু মিয়া (বাংলাদেশ)

ভুলে যাওয়া

তুমি বেমালুম ভুলে গেছো,শরৎ এসেছে আজ
কোন এক শতাব্দীতে তুমি আমি হাত ধরে ঘুরেছি-
সাদা কাশফুল বনে আগুন লাগা মনে মাথায় দিয়ে তাজ।

জোছনা রাতে নীল আকাশের বুকে ভেসে যাওয়া,
টুকরো টুকরো মেঘ দেখেছি, সাঁতরিয়েছি জোছনার জলে;
মুক্ত আকাশ দেখে রাত কাটিয়েছি জুঁই ফুলের ঘ্রাণ আঁচলে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।