দিব্যি কাব্যিতে মালা মিত্র

বাঁশি কেন গায়
চৌরাশিয়া ঠোঁটে বাঁশিতে দিলে ফুঃ
উদম হ’ল বাঁশি,বোঝেনা অন্য কিছু।
ছয় রাগ ছত্রিশ রাগিনী,
বয়ে চলে সুর মন্দাকিনী,
ডুবে থাকে বাঁশি,
আর চায় না পিছু।
এরপর সানাই এ বিসমিল্লা খান,
সে নাই সে নাই সুরে শুধু কেঁদে যান।
তুমি বিনা বাঁশি আজ জ্বলে যাওয়া পোড়া কাঠ
শ্মষাণ স্তব্ধতা তার,তান বিনা হয় না রাগ।
এবার তো শুরু হোক যুগলবন্দী,শঙ্করে আল্লারাখায়,
সেতারে তবলায়!
নিবিড় গহনে শুধু বাঁশি কেঁদে যায়!!!