কবিতায় মনের মানুস

আমায় একটু রঙ দিবি
ওই আমায় একটু রং দিবি ?
যে রঙের দাগ লাগেনা,
যে রঙের দাগ ওঠেনা ,
যে রং অঙ্গ নয়, মন কে রাঙায়।
ওই আমায় একটু রং দিবি ?
যে রং জাতি বিদ্বেষের রং ঘেঁটে দেয়,
যে রং বর্ণ বিদ্বেষের “বর্ণ” মুছে দেয়,
যে রং রাঙিয়ে দেয় মানবতার বিবেক কে।
দে’না একটু রং আমাকে,
যে রং ক্ষুধার্ত শিশুর ফ্যাকাশে মুখে লালিমা আনে
যে রং “রং” পাল্টানো মানুসগুলোর রং ধুয়ে দেয়,
অমানুসের কালিমা ধুয়ে মানুসের সাজে রাঙায়।
ওই রঙই একটু দিয়ে যা আমাকে,
যে রং কামান আর অস্ত্রের ঝঙ্কার স্তব্ধ করে,
যে রং জাগায় মানব-বিবেকের টংকার ,
থামায় যে রং রণদুন্দুভির আর্তনাদ ।।