চর্যাপদের অনুবাদে মুহম্মদ মতিউল্লাহ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
চর্যাপদের কবিতা – ১
বিবাহের দিন আজ
কাহ্ন আজ সর্বস্ব দিয়েছ ডোমনির হাতে
যা কিছু যৌতুক সবই অনন্ত উত্তরহীনতা
শুধু সুরত প্রসঙ্গ দিবস-যামিনী…উন্মনা যৌবন
ডোমনির সমীপে আজ বিবাহযাত্রা, যোগী কাহ্ন
এত উন্মত্ততা সহজ আনন্দ গান
দুন্দুভি বাজে। মাদল পটহ বাজে
দুরন্ত বাতাসের দিকে পালকি চলেছে
আজ বিবাহের দিন।
চর্যাপদের কবিতা – ২
এ কেমন মহাসুখে আমাকে মজালি
অন্দরমহলে কাপালিককে অবশ করে রেখেছিস
আর কুলীনের সর্বস্ব কেড়ে নিয়ে
পথে বসিয়েছিস তাকে
সবই নষ্ট চিৎকার সবই বিনষ্টের আর্তসুখ..যে তোকে চিনেছে শুধু তার কাছে পরবশতা
বাকি সবটুকু তোর সৌম্য ছিনালি
ডোম্বি, কামচণ্ডালি গান ধরেছে মনের সুখে
তাকে তুই যেমন ইচ্ছা ব্যবহার করেছিস
আমার সন্ন্যাসে কেন তুই আগুন জ্বালালি!