হৈচৈ ছড়ায় মঞ্জুশ্রী মণ্ডল

খেলার ও চাষের মাঠ
খেলার মাঠ মানেই তো ছোটাছুটি,
খেলার মাঠ মানেই হেসে লুটোপুটি।
খেলার মাঠ মানেই আনন্দের মেলা,
খেলার মাঠ মানেই সবার সাথে খেলা।
খেলার মাঠ মানেই মেলবন্ধন,
খেলার মাঠ মানেই হাসি ও ক্রন্দন।
খেলার মাঠ মানেই মন হালকা করা,
খেলার মাঠ মানে মনে খুশি ঝরা।
খেলার মাঠ মানে শরীর-মনের গঠন,
খেলার মাঠ মানে খেলার নিয়ম পঠন।
খেলার মাঠ মানে লুকিয়ে খেলতে যাওয়া
খেলার মাঠ মানে একটু সময় চাওয়া।
খেলার মাঠ মানে সকাল বিকাল রাত,
খেলার মাঠ মানে সবাই হয় একসাথ।
চাষের মাঠ মানে চাষীর জীবন ধারণ,
চাষের মাঠ মানে ফসল নষ্ট বারণ।
চাষের মাঠ মানে বীজ,সার মাটি জল,
চাষের মাঠ মানে চাষীর তৈরি ফসল বল।
চাষের মাঠ মানে,চাষী মানে না রোদ বৃষ্টি,
চাষের মাঠ মানে নানান ফসল সৃষ্টি।
চাষের মাঠ মানেই লাভ কিংবা ক্ষতি,
চাষের মাঠ মানে কিষানের হয় গতি।
চাষের মাঠ মানে খাটুনি অনেক বেশি,
চাষের মাঠ মানে বীজ বিদেশি বা দেশি।
চাষের মাঠ মানে চাষী নিরক্ষর হলেও চলে,
চাষের মাঠ মানে প্রকৃতি মাঠের কথা বলে।