কবিতায় পদ্মা-যমুনা তে মুতাকাব্বির মাসুদ

অভিগ্রস্ত সময়
সময় কিনতে চাই
রোদের শরীর থেকে
নীলকন্ঠ গোধূলির ধুলো থেকে
অভিগ্রস্ত সময়ের নরম কোমল
অভিপ্লুত সূর্যমূখী আমের রক্তাভো কপোল থেকে
নিঃসীম সন্ধ্যার কালো কোঁকড়ানো চুল থেকে
অবিরাম অভিরাম সেই তোমাকে নিয়ে
হারিয়ে যেতে চাই
যেখানে ঝর্নার চোখ বেয়ে
স্তনিত হয় ভালোবাসার কলকল ছলছল জল
সেখান থেকেও কিছুটা সময় কিনতে চাই
ভেবোনা – বন্ধক রেখে দেবো সব কটি
বুকের পাঁজর-ভেতরে লুকোনো রক্তকলিজা
উদাস বিকেলে যে পাশে পাহাড়ে শুয়ে থাকে
দীপ্য- দীপিত সূর্যের রক্তকমল শেষ হাসি
আমিও তোমাকে সেখানে নিয়ে যাবো
গোটা পৃথিবী দিয়ে দেবো
তবুও তোমার জন্য এক আঁজল সময় কিনতে চাই!