মেহেফিল -এ- শায়র ময়েজ মোহাম্মদ (নির্বাচিত কবিতা)
প্রেরণার ফুল
চেতনার বুকে জ্বেলে প্রদীপের শিখা
দিয়ে গেলে আপামরে প্রেরণার ফুল
আগেভাগে জেনে যাক ভাগ্যের লিখা
জেনে যাক কে করেছে ইতিহাসে ভুল।
বাণীফুলে ঢাকা পাড় মরা পঁচালাশে
জলহীন কঙ্কাল নদীর মতোন
সেই নদীকূলে বসে বেহায়া সহাসে
নৃপতির পায়ে চুমে দেখে না পতন।
পাথর পিষ্ট করে রেখেছে আপ্রাণ
মাথা উঁচু যদি কারো করে তা ছেদন
প্রজন্ম পায় নাতো ধুতুরার ঘ্রাণ
কানে একই ঢোল বাজে,পুরাণ কেতন।
ইতিহাস মোড় নেয় বৈশাখি ঝড়ে
সকল রক্ত কবে বৃথা গেছে বলো
লাখপ্রাণে স্বাধীনতা পতাকায় ওড়ে
দেখে যাই—সিনহার প্রত্যয়ে চলো।