সাতে পাঁচে কবিতায় মীরা মুখোপাধ্যায়

অন্ধ পাতার মতো
অন্ধ পাতা যেমন গাছ থেকে ঝরে যায় নিঃশব্দে,
হারপুনে গেঁথে যাওয়া মাছ যেমন…..
আমার ভুল শব্দচয়ন আর মরবিড ডিকশানও
তেমনি অনিবার্য অন্ধত্বের সাক্ষ্য
সকলেই পাথরকুচি নয় তাই এলোমেলো হয়ে যায়
হাত ধরাধরি করা অন্ধ পাতাগুলো
যে রাস্তা ভুল দিকে চলে যাবে জেনেই রাস্তা হয়েছে
তীরচিহ্ন অগ্রাহ্য করে
আমি সে দিকেই চলি একা একা, অন্ধ পাতার মতো