• Uncategorized
  • 0

গদ্যের পোডিয়ামে মালা মিত্র

না চাহিলে যারে পাওয়া যায়

অনেক সময় আমরা যা চাই তা পাইনা,আবার না চেয়েও নিজের অজান্তে অনেক বেশি কিছু পাই।
সচেতন মন সেটা বোঝে না।আসলে কি চাই সেটা আমরা বুঝে উঠতে পারি না,আবার যেটা পাওয়া অসম্ভব তার পেছনেই মরণ পণ করে ছুটে শেষে অবসাদ গ্রস্ত হয়ে পড়ি।
হয়ত ফটিকেরমত’এক বাঁও মেলেনা।দো বাঁও মেলে’ জীবনের হিসাব নিকাষ অমিল রেখেই কতজন কে চলে যেতে হয় এই দুনিয়া দারি ছেড়ে।
এমন অনেক কিছুখুব কাছে,খুব আয়ত্বের মধ্যে আছে,সেদিকে আমাদের দৃষ্টি যায় না,আমরা সে জায়গাতেই চোখ বন্ধ করে,অন্ধের মত হেঁটে পার হয়ে যাই,যেখানে অভীষ্ট ছিল সামনেই,তাই তো কবিকে বলতেই হয়’দেখা হয় নাই চক্ষু মেলিয়া,ঘর হ’তে শুধু দুই পা ফেলিয়া,একটি ধানের শিষের উপরে,একটি শিশির বিন্দু’।
সে জন্যই পিউ কাঁহা পিউ কাঁহা বলে,পাপিয়ার এত কান্না ঝরানো ব্যথা।
হতাশ কবি বলে ওঠেন,’আমি জেনে শুনে তবু ভুলে আছি,দিবস কাটে বৃথায় হে-আমি যেতে চাই তব পথপানে,কত বাধা পায় পায় হে’।
কে যে কখন কার উদ্দেশ্যে গান গায়,তা স্বয়ং হয়ত সেই বুঝে উঠতে পারে না,’আমি যে গান গাই,জানিনে সে কার উদ্দেশ্যে ‘।
তাই ভাগ্য কে দোষারোপ করি,আসলে কতটাই লাফানো যায়,নিজেকে সেটা বুঝতে হবে,নয়ত সেই ব্যাঙের গল্পের মত,শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে,পেট ফোলাতে ফোলাতে শেষে এক্কেবারে ফেটে যাবে।
সত্যি যদি জানা যেত কতটা দৌড়তে পারি,তবে মনোকষ্টে বলতে হয় না,’যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম’।আমরা আগে থেকে পরিনাম বুঝি না,তাই কবির কলমে উঠে আসে,’তাহারে দেখিনা যে দেখিনা,শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়,বাজে অলখিত তারি চরণে,রুনুরুনু রুনুরুনু নুপুর ধ্বনি’।
বাইরের রঙচঙে দুনিয়ায় মশগুল আমরা,আসল সত্য কে উপলব্ধি করতে পারি না,অন্তর দৃষ্টি যার যত প্রখর,তার কষ্ট অনেকাংশে কম,কারণ সে আগেই ভাবতে পারে পরিনাম,এটা ভাবাও এত সহজ সাধ্য ব্যাপার না।
ক্রমাগত হোঁচট খেতে খেতে,শেষে আমরা অভিজ্ঞ মানুষে পরিনত হই,’বাহিরে ভুল হানবে যখন,অন্তরে ভুল ভাঙবে কি,বিষাদ বিষে জ্বলে শেষে তোমার প্রসাদ মাঙবে কি’?
যাকে সারাজীবন খুঁজে চলেছি,পথভ্রষ্ট হয়ে,উদভ্রান্তের মত,দিন শেষে দেখি শত চেষ্টা থাকা স্বত্ত্বেও,তার ধারে কাছেও পৌঁছনো গেলনা,অথচ হাতের নাগালেই ছিল,আনন্দ সত্য সুন্দর,সেদিকে ভুলেও ফিরে দেখিনি,’আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে,দেখতে আমি পাইনি তোমায়,বাহির পানে চোখ মেলেছি,আমার হৃদয় পানে চাইনি’।
যা পাওয়া যায় না তার পেছনে হন্নে হয়ে ঘুরে মরেছি,অথচ কাছেই যা ছিল চেয়ে ও দেখিনি,
‘না চাহিলে যারে পাওয়া যায়,তেয়াগিলে আসে কাছে,দিবসে সে ধন হারায়েছি,আমি পেয়েছি আঁধার রাতে’।
তাই চোখ কান খোলা রাখবার খুবই প্রয়োজন,আকাশ কুসুম না খুঁজে বেরিয়ে,খুব নিকটে ধরা ছোঁয়ার মধ্যে সত্য কে পাবার ইচ্ছা অন্তত থাকা দরকার।
রামায়নে সীতার মত সোনার হরিণ চেয়ে দুর্ভাগ্য কে যেন ডেকে না আনি,সেটা ভীষণ ভাবে বোঝা দরকার।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।