প্রবাসী ছন্দে মজনু মিয়া (টাংগাইল, বাংলাদেশ)

ছুঁয়ে দেখিনি তারে
ঘন মেঘের আভা নীল আকাশের বুকে
হাওয়ার দোলাচলে খেলা করে প্রেম লীলা
সাগরের জলের উপর মাতাল ঊর্মিমালা
ঘেঁষে ঘেঁষে মজা লুটে টুঁটে হয় বিলীন সাগরে।
রূপের জৌলুশে মন হাবুডুবু খায় অজান্তে
ঘুমুতে পারি না, তৃষ্ণার কামড় হৃদ মন্দিরে
ইচ্ছে করেও তাকে ছুঁয়ে দেখিনি কখনো
সে কেবলই অধরা থেকে গেলো চিরকাল!