T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় মৌসুমী মৌ

গানের ওপারে
পুকুরের চুপ জল ডাকে না তেমন করে শালুকের ভোর …
চিন্তার কারুকাজে ভাবনার ঘাম জমে অষ্ট-প্রহর l
এইসব বিষন্ন দিন l এইসব গভীর অসুখ বুকে সূর্য ওঠে l আকাশের গায়ে লাগে অবেলার রোদ l সুখ পুড়ে খাক হয় l
মেঘের কার্নিশ ছুঁয়ে রামধনু মুছে যায় যুগের হাওয়ায় … শিলার গভীরে জমে অশান্ত লাভার ঢেউ l
আমি কী সত্যিই ওদের কেউ ??
তবু আমি রোজ রোজ ডুবে যাই ঐসব বিষাক্ত নীলে …
অবশেষে শরতের ছাদ ভাসে অমরার আলোয়…
হিমানী সন্ধ্যার ভেজা ঠোঁট গায় আগমনী গান … শিউলির ঘ্রাণ মাখে আমার উঠান l
ডানার পালক আঁকে বেলোয়ারী প্রেম…
আঁচলের খুটে বাঁধা ভালোবাসা ওম,
বড্ড নরম l
জোছনার মরা জলে ধুয়ে যায় খিদে …
এমন কী মায়া আছে লুকোনো আঁধারে!!
ছিন্ন তারার মতো খসে পড়ে শোক l
ওসব রাতের কাছে অকারণ ঋণ জমা হোক l
তবুও যাবোনা আমি
অজানা সুরের টানে সিন্ধু তীরে ..