T3 || ঘুড়ি || সংখ্যায় মিঠুন মুখার্জী

ঘুড়ি ওড়াও
আয় রে আয় ভাই
সবাই মিলে নানা রঙের ঘুড়ি ওড়াই।
ওরে পবন ভাই
লাঠাই সুতো নিয়ে তুই তাড়াতাড়ি আয়।
ওরে গগন ভাই
ঘুড়িগুলো সাবধানে তুলে নিয়ে আয়।
আজ ভোকাট্টার দিন
সবাই মিলে ওড়াব ঘুড়ি নাচব তাধিন ধিন।
আজ যে পুজোর দিন, সবার ছুটির দিন
ছোটো-বড় সবাই মিলে মজা করে নিন।
কেউ ওড়াব মাঠে, আবার কেউ ওড়াব ছাঁদে
নজর রেখো সবার প্রতি, যেন বিবাদ নাহি বাঁধে।
আয়রে রতন ভাই আয়রে স্বপন ভাই
সবাই মিলে নানা রঙের ঘুড়ি ওড়াই।