ক্যাফে কাব্যে মঞ্জুশ্রী মণ্ডল

শত্রু মিত্র
সমগোত্রের সমর্থনে মিত্র যেমন বাড়ে,
প্রতিবাদ করলে তার মিত্র সেথা হারে।
অন্যায়কে অন্যায় বললে সম্পর্ক টুটে,
ন্যায়ের সাথে করলে আপোষ মিত্র এসে লুটে।
শত্রু-মিত্র যায় বনেে, নানা ঘটনা ক্রমে,
মিত্র, শত্রু পারে হতে বোঝার নানা ভ্রমে।
প্রকৃত যে মিত্র হয় খারাপ চায় না কভু,
শত্রু-মিত্রের ফারাক খানি সময় জানায় তবু।
ভিতরে ক্ষতি করে, সামনে যদি মধু মাখে,
তেমন মিত্র সুযোগ বুঝে ফেলে জেনো পা৺কে।
মিত্র যদি হতেই হয় ভুলটা এসে সামনে ধরো,
শত্রু যদি হতেই হয় লড়াইটা এসে সামনে করো।
মিত্র সেজে শত্রু হলে বড়ই ব্যথা লাগে,
সময় যখন প্রমাণ করে মনে কোথাও দাগে।
সারা জীবনেই চলে দেখো শত্রু-মিত্রের খেলা,
বুঝতে শুধু সময় লাগে কোনটা কার বেলা।
স্বার্থ যার থাকে সাথে, সেইতো এমন খেলেে,
পারি না ভাবতে মানুষ সমান স্বার্থ ফেরাই এলে?
শত্রু হই মিত্র হই, ঠাঁই তো সেই চিতা,
কেন সবাই পারি না হতে সবাই সবার মিতা?