ক্যাফে কাব্যে মঞ্জুশ্রী মণ্ডল

নিবাস হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত রামনগর গ্রামে।পিতা স্বর্গীয় দুলাল চন্দ্র দাস। মাতা স্বর্গীয়া পুষ্প লতা দাস। শৈশব থেকেই লিঙ্গ বৈষম্যের শিকার।অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী।স্নাতক ও প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্ত। প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা । সাহিত্যচর্চা , বাগান তৈরি, গান শোনা,বই পড়া কবিতা লেখা আমার শখ ।আমার সকল সাফল্যের পিছনে আমার মা ,দাদা, ছোটদি ও জামাই বাবুর অবদান অনস্বীকার্য। আমার একক ই-বুক হল চেতনার সন্ধানে, অনুকবিতা গুচ্ছ ও জাগরনী।এবং যৌথ মুদ্রিত কাব্যগ্রন্থ শব্দনোলক।

শত্রু মিত্র

সমগোত্রের সমর্থনে মিত্র যেমন বাড়ে,
প্রতিবাদ করলে তার মিত্র সেথা হারে।
অন্যায়কে অন্যায় বললে সম্পর্ক টুটে,
ন্যায়ের সাথে করলে আপোষ মিত্র এসে লুটে।

শত্রু-মিত্র যায় বনেে, নানা ঘটনা ক্রমে,
মিত্র, শত্রু পারে হতে বোঝার নানা ভ্রমে।
প্রকৃত যে মিত্র হয় খারাপ চায় না কভু,
শত্রু-মিত্রের ফারাক খানি সময় জানায় তবু।

ভিতরে ক্ষতি করে, সামনে যদি মধু মাখে,
তেমন মিত্র সুযোগ বুঝে ফেলে জেনো পা৺কে।
মিত্র যদি হতেই হয় ভুলটা এসে সামনে ধরো,
শত্রু যদি হতেই হয় লড়াইটা এসে সামনে করো।

মিত্র সেজে শত্রু হলে বড়ই ব্যথা লাগে,
সময় যখন প্রমাণ করে মনে কোথাও দাগে।
সারা জীবনেই চলে দেখো শত্রু-মিত্রের খেলা,
বুঝতে শুধু সময় লাগে কোনটা কার বেলা।

স্বার্থ যার থাকে সাথে, সেইতো এমন খেলেে,
পারি না ভাবতে মানুষ সমান স্বার্থ ফেরাই এলে?
শত্রু হই মিত্র হই, ঠাঁই তো সেই চিতা,
কেন সবাই পারি না হতে সবাই সবার মিতা?

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।