কাব্যানুশীলনে মিঠুন মুখার্জী

নারীর ফরিয়াদ
আমি নারী, আমায় পরীক্ষা দিতে হয়েছে যুগে যুগে
পুরুষ তার পায়ের জুতো বানিয়ে রেখেছে আমাদের।
একবারও ভাবেনি আমরাও মানুষ, আমাদেরও কষ্ট হয়
কখনো দাসি, কখনো রাখেল, কখনো ভোগের পন্য করেছে আমাদের।
মুখ বুজে শত অত্যাচার সয়ে মেনে নিয়েছি সব
কেননা, আমি নারী, আমায় পরীক্ষা দিতে হয়েছে যুগে যুগে।
কখনো স্বামীর সঙ্গে চিতায় তুলেছে , কখনো বাল্য বিবাহ দিয়েছে
কখনো সতীন নিয়ে ঘর করেছি, কখনো বঞ্চিত করেছে অধিকার থেকে।
কখনো সারাজীবন বৈধব্যের নিয়ম মেনে চলেছি,
কখনো ডাইনি অপবাদ দিয়েছে, কখনো অসতী।
তবুও আমরা কিছুই বলি নি, মেনে নিয়েছি সবকিছু
কারন, আমরা নারী, বিধির নিয়মে পরাধীন ।
পুরুষ নিজ স্বার্থে আমাদের শিক্ষা দেয় নি
ভয় পেয়েছে, যদি আমরা তাদের হাতের বাইরে চলে যাই।
রক্তচক্ষু দেখিয়ে আমাদের দমিয়ে রেখেছে যুগ যুগ
অথচ নারীই এ জগতে স্রষ্টা, তাকে ছাড়া চলা যায় না।
নারীর প্রতি এই অবহেলা শুধু পুরুষের নয়, নারীরও
তারা মেয়ে – বউমা ফারাক করেছে, শাশুড়ি – মায়ে বিভেদ করেছে
নারী হয়ে এমন করলে পুরুষ কেন করবে না
নারীর প্রতি এমন নির্দয় আপনারা আর হবেন না।