দিব্যি কাব্যিতে মালা মিত্র

আমার সে
তোমার যাদুমন্ত্রে পুরীষেে, ফুলের ছয়লাপ,
গ্রাম্য শান্ত ডোবায়,গায়ে গা ঘেঁষে নব শাপলার দল।
দাবদাহে গনগন সূর্যে,ছায়া ঘেরা ছাতার শান্তি,
নবম বর্ষার ঝরঝর গান।
তোমার পরশে শুষ্ক বরফ কঠিন,
গলে জল, পরতে পরতে দাও পূর্ণ আচ্ছাদন।
তোমার আস্কারায় আসে,বসন্ত বাতাস,
কোকিলের মায়াবী কুহু কুহু তান।
ফুলে ফুলে ছেয়ে যায়, অন্দর বাহির,
আরো জোরে ফুঁ দাও আত্মায় আমার,
আমাতে তোমাতে মিশে হই একাকার!!!