নির্বাচিত কবিতায় ময়েজ মোহাম্মদ
বন্ধন
মাঝি আছে হাল ধরে শক্ত সে হালটা
দিন যায় রাত আসে অবেলায় কালটা।
খোঁজ নাই তরী তলা খুলে হয় ফুট্টা
মাল্লারা চুপে কানে বলে সবি ঝুট্টা।
যাত্রীর দফারফা ডুবে যায় তরী কি?
নদীটার মাঝখানে বলে হায় করি কী?
টিপ টিপ তরী চলে গতি যার মন্দন
সকলের মাঝে যেন ছিঁড়ে গেছে বন্ধন।
আশেপাশে কূল নাই কোথা গিয়ে ভিড়বে
কপালের কোণে ভাঁজ কবে জানি চিরবে।
মহানেতা মাঝি বলে জোরে টানো দাঁড়টা
মাল্লারা হেসে বলে কিছু দেন ছাড়টা।
খোঁজ নিয়ে দেখা গেলো মাল্লার ঝুলিতে
বখরার মাল ভরা নিয়ে যাবে কুলিতে।
চিন্তায় মাঝি তাই ছেড়ে দেবে ভার কি?
কানে আসে, ভালো হয় পেয়ে যাই টার্কি।