চিকিৎসার তরে মোরা ডাক্তারের কাছে যাই,
বিশেষ চিকিৎসকের নাগাল সবসময় না পাই।
বিশেষ চিকিৎসক মানেই তাঁরা হন নামকরা,
নামের আগে কতো না থাকে ডিগ্রিতে ভরা।
এইসব ডাক্তারদের সব সময় না মেলে,
চিকিৎসায় হই খুশি হাতুড়ে ডাক্তারই পেলে।
হাতুড়ে ডাক্তার হয়তো হাতরে চিকিৎসা করে,
হিম্ন বৃত্তের সাধারণ মানুষ তাদেরই হাত ধরে।
বিশেষ ডাক্তারের সহযোগী একটা সময় থেকে,
ওষুধ,রোগীর চিকিৎসা টা দেখে দেখে শেখে।
অভিজ্ঞতায় হাতুড়ে ডাক্তারের ভালই থাকে নাম, পারিশ্রমিক সমেত ওষুধের কিছু নেয় দাম।
দেবতা হয় তারা কখনো কারোর কাছে,
বদনামও দেয় তাদের না রোগ ধরলে পাছে।
সব সময় যায় না পাওয়া বিশেষ ডাক্তার যেমন,
সর্বক্ষণের সেবক হয় হাতুড়ে ডাক্তাররা তেমন।
যত রাতই হোক না তারা ডাকে বাড়ি যায়,
বিশেষ ডাক্তার কখনোই যেতে নাহি চায়।
হাতুড়ে ডাক্তার যতই কেন না হোক পাশ করা,
সময়ে-অসময়ে তাদেরই নাগালে যায় ধরা।