T3 || লক্ষ্মী এলো ঘরে || বিশেষ সংখ্যায় মিঠুন মুখার্জী

আত্মপ্রেম
আমি এক অন্ধ পথিক কেষ্টা আমার নাম
সবার মাঝে গান শোনানো আমার জীবনের কাম ।
আমার জীবনে নেই কোন আলো, নেই কোনো ভালোবাসা
তবুও তো সদা বাঁচতে চেয়েছি, মনে রেখে এক আশা।
নাইবা থাকিল চক্ষু আমার, নাইবা কেউ বলিল ভালো
মনের চোখেতে সব কিছু দেখো, রইবেনা ভাই কিছুই কালো ।
জীবনের প্রতি ভালোবাসা যদি নাই বা থাকল মনে
কি হবে বাঁচিয়া প্রতি পদক্ষেপে অন্যের করুণা মেনে !
প্রতিটি প্রাণী বাঁচিবার তরে করছে বড়ই লড়াই
মানুষ হয়ে হেরে যাবো মোরা, এই কি ‘শ্রেষ্ঠ জীব’- এর বড়াই !!
স্বপ্ন দেখিতে হইবে মোদের মনকে শক্ত করে
লড়াই একটু বেশি দিতে হবে, সর্বদা যেন মনে পড়ে ।
কেউবা অন্ধ জন্মে হয়েছি, কেউবা জন্ম থেকে
নিজের চেষ্টায় এগিয়ে যাব মোরা, সুখ-দুঃখকে পাশে রেখে।
আমাদের চাওয়া আকাশছোঁয়া রাখবো না কভু জীবনে
যেটুকু পারিব কষ্ট করিব কেষ্ট মিলবে যতনে।
বাঁচার মতন বাঁচিব আমরা, করুণা আমরা চাই না
কষ্ট করিয়া বুঝে নেবো মোরা, মোদের যা কিছু পাওনা।
আমরাও মানুষ, মানুষের মত বাঁচতে চাই এ ভুবনে
অন্যের দয়ায় বাঁচবো না মোরা, পণ করেছি এ জীবনে।