কবিতায় পদ্মা-যমুনা তে মুতাকাব্বির মাসুদ

হীরা বেগম
হীরা বেগম
কাল সারারাত ঘুমাই নি আমি –
শুধু তোমার জন্য!
নিশিবক ডিমের কুসুমের মতো
তোমার হলুদাভ আঁচলে উম খুঁজে
জীবনের-মরণের,
আমি উন্নিদ্র সারসের আহত ডানায়
নিজেকে লুকাই – তোমার সেই সুবর্ণ
কাজল চোখের পরিশ্রুতির আড়ালে
বেগুনি শালিক সেও বুঝে
বিধবা শিউলি কেনো ঝরে
রুদিত শিশিরের শরীরে
অনন্ত মৃত্যুর মতো বেওয়ারিশ ভোরে?