কবিতায় মোহনা মজুমদার

এবং দ্বৈত
কতো যে ক্ষনস্থায়ী , ঘুমের ভেতর
এইটুকুই আঁচলে বাঁধা অসুখ ,যা দেখি
এবং যা দেখিনা ,দূরগামী ওই আকাশের
অভিমুখে খানিক স্তুতি ছিটিয়ে দি ।
তারপর ভাড়াটে খুনীদের ধরে এনে
একে একে খুন করি মেঘ , চোখ ,তরঙ্গ ।
ভরাট চিতার পাশে জ্বলছে ফলন্ত নদী ।
ধানক্ষেতে মুখ গোঁজার মতো , ধুলোময়
লং ডিসট্যান্ট রিলেশনশিপ । তবে কি তুমিও
সময়ের খোঁজে ডাকঘরে এসেছিলে ?
আনপ্রেডিক্টেবল যা কিছু, ফিরে যায়,
ফিরে যায় লাভ রিয়্যাক্ট কলহ । অথচ
এতক্ষণে ঘন হয়ে এসেছে খাদ
জলের ভেতর আশ্রয় বুনবে বলে ।