কবিতায় মিঠুন মুখার্জী

অস্তিত্বের সংকট
এসেছে ভয়ংকর সময়
চারিদিকে প্রকৃতির রোষ, ক্ষোভ, তান্ডব
মানুষের সাজানো পৃথিবী মানুষের অত্যাচারে বিপন্ন আজ
যেমন ভাবে কোন নারীর উপর পুরুষের পাশবিক অত্যাচার চলে,
ঠিক তেমনি প্রকৃতি মাতা আজ ধর্ষিতা ।
আজ মানবজাতির অস্তিত্বের সংকট
সংকট থেকে পরিত্রাণের চেষ্টা ছিলা থেকে তীর বেরোনোর মত
সুখের জন্য সৃষ্টি আর সৃষ্টির জন্য ধ্বংস
পরিণতি আতঙ্ক, মৃত্যুভয়, দুশ্চিন্তা।
প্রকৃতিকে বাঁচানোর স্লোগান উঠেছে বারবার, ‘গাছ লাগাও প্রাণ বাঁচাও’
তবু জেনে শুনে বিষ পানের মতো ভবিষ্যৎ জীবনকে করেছি অনিশ্চিত
আজ আকাশে বাতাসে ক্রন্দনধ্বনি, বাঁচার জন্য আর্তনাদ।